এক বছর নয় মাস ধরে

বিচারক নেই চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে

এক বছর নয় মাস ধরে বিচারক নেই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে। বিচারক না থাকায় বছরের পর বছর আটকে আছে সিডিএ’র ১২ প্রকল্পের ৭ পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলাসহ ১২শ’র বেশি চাঞ্চল্যকর মামলা।  

এতে দুর্ভোগ বেড়েছে বিচারপ্রার্থীদের। দ্রুত এসব মামলার নিস্পত্তি না হলে মামলার জট বাড়ার পাশাপাশি বাড়বে অপরাধও এমন অভিমত সুশীল সমাজের প্রতিনিধিদের।

চট্টগ্রাম বিভাগের দুর্নীতি ও চাঞ্চল্যকর মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয় বিভাগীয় বিশেষ জজ আদালতে। তবে গেল এক বছর নয় মাস ধরে বিচারক শূণ্যতার কারণে আটকে আছে ১২শ’র বেশি চাঞ্চল্যকর মামলার বিচার কার্যক্রম।

বিচারপ্রার্থীরা বলছেন, বিচারকশূন্যতায় মামলার কার্যক্রম স্থবির থাকার কারণে অর্থ ও সময়ের অপচয় হচ্ছে। এ অবস্থায় মামলার কার্যক্রম দীর্ঘায়িত হওয়ায়  ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে তারা।

বছরের পর বছর চাঞ্চল্যকর সব মামলার বিচার কাজ শেষ  না হওয়ায়  মামলার জটও বাড়ছে এমন অভিমত আইনজীবিদের।  

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অনেক চাঞ্চল্যকর মামলার বিচার কাজ শেষ না হওয়ায় জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। এতে দিন দিন 

এই আদালতে বর্তমানে ৯১৯ টি মামলা বিচারাধীন। আর নতুন নতুন মামলা যুক্ত হওয়ায় মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১২শ’র বেশি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল