মসজিদে বিস্ফোরণ: প্রত্যেকের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।  

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। রিটের পক্ষে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার শুনানি করবেন বলে জানিয়েছেন রিটকারী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।   

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৬

 

নিউজ টোয়েন্টিফোর/নাজিম