সিফাত হত্যা মামলার নিম্ন আদালতের রায় বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিফাত হত্যা মামলার নিম্ন আদালতের রায় বাতিল করে ৩ মাসের মধ্যে পুনরায় বিচার সম্পন্নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

বিচারপতি এমদাদুল হক ও আকরাম হোসেনে চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।  

এর আগে ২০১৫ সালে ২৯শে মার্চ শ্বশুরবাড়ীত হত্যার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত।  

এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সিফাতের বাবা আমিনুল ইসলাম। মামলার বিচার শেষে প্রায় দুই বছর পর রায় হয়। এ রায়ের বিরুদ্ধে সাজা বৃদ্ধির আবেদন জানিয়ে আপিল করেন সিফাতের বাবা আমিনুল ইসলাম।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা

নিউজ টোয়েন্টিফোর/নাজিম