টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে যৌতুকের জন্য তাছলিমা আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- নিহত নারীর স্বামী জহিরুল ইসলাম (২৫) ও তার শ্বশুর মজনু মিয়া (৫৫)।

টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।   

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার তছলিম উদ্দিন তার মেয়ে তাছলিমা আক্তারকে (২১) একই উপজেলার মজনু মিয়ার ছেলে জহিরুল ইসলামের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই তাছলিমাকে যৌতুকের জন্য মারধর করতো তার শ্বশুরবাড়ির লোকজন।   

২০১৬ সালের ২৮ নভেম্বর তাছলিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার বাবা তছলিমকে মোবাইল ফোনে জানায় জহিরুল ইসলাম। পরে ওইদিনই তছলিম উদ্দিন তার মেয়েকে না পাওয়ায় ভুঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ২৯ নভেম্বর উপজেলার গোবিন্দাসী বাজারের পশ্চিম পাশে যমুনা নদীর পার থেকে তাছলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় মেয়ের জামাই ও শ্বশুরসহ তিন জনের নাম উল্লেখ করে নিহতের বাবা তছলিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম