সরকারিভাবে কৃষকদের মাঝে আমন বীজ সরবরাহ

কুড়িগ্রাম ও মাদারীপুরে আমন বীজের ঘাটতি কমাতে সরকারিভাবে ভাসমান- প্লেট ও কমিউনিটি বীজতলা তৈরি করা হয়েছে। এসব বীজতলায় উৎপাদিত চারা কৃষকদের মাঝে বিনামুল্যে সরবারহ করা হচ্ছে। এতে, বন্যার ক্ষতি পুশিয়ে নেয়ার পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন দুর্গত এলাকার কৃষকরা।  

নিচু এলাকার ফসলি জমি থেকে এখনো বন্যার পানি নামে নি। এদিকে, রোপা আমন ধানের বীজতলা তৈরির সময়ও শুরু হয়ে গেছে। এই অবস্থায় ভাসমান বীজতলা তৈরিতে কৃষকদের উব্দুদ্ধ করতে কাজ শুরু করেছে কৃষি বিভাগ।

কলাগাছের ভেলায় তৈরি এসব বীজতলার দৈর্ঘ্য ১০ ও প্রস্থ দেড় মিটার। কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর স্থানীয় কৃষকদের সহযোগিতায় ৪ টি উপজেলায় এমন ২০০ টি আমন ধানের বীজতলা তৈরি করেছে।

কুড়িগ্রামে আমন বীজতলার ঘাটতি মোকাবিলায় সরকারিভাবে ১০৫টি কমিউনিটি বীজতলা, ১১২ টি ট্রে বীজতলা এবং শতাধিক ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। যার মাধ্যমে ২১ হাজার কৃষক বিনামূল্যে ২০ হাজার ৯২২ বিঘা জমিতে আমন চাষের সুযোগ পাচ্ছেন। এছাড়া, বন্যার পরবর্তী কৃষি পুর্নবাসনে নানা উদ্যোগের কথাও জানান তিনি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ