অপরূপ সাজে সেজেছে রাতারগুল, বাড়ছে পর্যটকদের ভিড়

করোনা সংকট না কাটলেও, মানুষের মন থেকে ভয় কেটে গেছে অনেকটাই। সিলেটে ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগেই রাতারগুল জলাবনে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। তবে সংরক্ষিত বন ঘোষিত রাতারগুলের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে এখনো নানা অভিযোগ পর্যটকদের।

দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল বনাঞ্চল। দুই শতাধিক হেক্টর জমির এই বন ভ্রমণপ্রিয় মানুষের কাছে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পায় ২০১০ সালের দিকে। ব্যাপক জনপ্রিয় এই বন গেল ৫ মাস ধরে পর্যটক শুন্য ছিলো। করোনার ভয় কাটিয়ে এখন ধীরে বাড়ছে পর্যটক সংখ্যা।

যদিও প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো তুলে নেয়া হয়নি। তবে বনে ভ্রমণ নিয়ে পর্যটকদের অভিযোগ এখনো শেষ হয়নি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নজর দেয়া উচিত বলে মত তাদের।

সংরক্ষিত বনাঞ্চল ভ্রমণে সরকারের বড় পরিকল্পনা না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

সড়ক ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। তবে সংরক্ষিত বনে বেশি পর্যটক না আসা-ই ভালো বলছেন তিনি।

২০১৫ সালে দেশের অন্যতম সুন্দর সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টকে সংরক্ষিত ঘোষণা করে সরকার।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ