হাসপাতালে অভিযানে অনুমতি, কেন অবৈধ নয়: হাইকোর্ট

স্বাস্থ্য অধিদপ্তরেরে অনুমতি ছাড়া দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে পুলিশসহ অভিযান না করতে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি তারিকুল হাকিম ও এস এম কুদ্দুস জামানের আদালত এ আদেশ দেন।

বেসরকারি হাসপাতালে অভিযান চালাতে হলে আগেই অনুমতি নিতে হবে, এই সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়লো হাইকোর্টে।  

স্বাস্থ্য অধিদপ্তরেরে অনুমতি ছাড়া দেশের বিভিন্ন সরকারী ও বেরসরকারী হাসপাতালে  পুলিশসহ অভিযানে না করতে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো। এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট আজ রুল জারি করেছে।

এর আগে গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলামের পক্ষে আইনজীবী ইয়াদিয়া জামান এ রিট দায়ের করেন।  রিটে গত ৪ আগস্ট পাঠানো ওই চিঠি কেন অসাংবিধানিক ও বাতিল করা হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিঠির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম