রিজেন্টের সাহেদ সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর অবশেষে গ্রেপ্তার হলো প্রতারক সাহেদ। বিশেষ অভিযানে সাতক্ষীরা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কিছুক্ষণের মধ্যে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে।

১৪ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ওই অভিযানে অনুমোদনহীন টেস্ট কিট ও বেশ কিছু ভূয়া রিপোর্ট পাওয়া যায়। এই ঘটনার পর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর পর থেকেই একের পর এক সাদেহের নানা কুকীর্তির কথা গণ মাধ্যমে প্রকাশিত হতে থাকে।

অবশেষে আজ ভোরে বিশেষ অভিযানে সাতক্ষীরা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্যই সাহেদ সাতক্ষীরা অবস্থান নেয়।

(নিউজ টোয়েন্টিফোর)