ঢাবি ছাত্রী ধর্ষণ: নুরুর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছেন ডাকসু সহসভাপতি নুরুল হক নুর।

এসময়ের মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

আজ দুপুর দেড়টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ আল্টিমেটাম দেন।

সেই সঙ্গে ওই ছাত্রীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করার দাবি জানান তিনি।

আজ দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাবিতে ক্রিয়াশীল ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র সদস্যরা।

পরে বেলা একটার দিকে শাহবাগের অবরোধ তুলে নেন তারা। এরপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

গত রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাবির নিজস্ব বাসে উঠে সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন।

এরপর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়।

এতে ওই ছাত্রী অজ্ঞান হয়ে যান। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন।

সেখান থেকে ফেরার পর রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)