পঞ্চগড়ে ‘সোনার বাংলা পার্ক’

পঞ্চগড়ে ‘সোনার বাংলা পার্ক’ নির্মাণ করা হচ্ছে। মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে শহরের তুলার ডাঙ্গা এলাকায় করোতোয়া নদীর পাড়ে নির্মিত বাঁধ নিয়ে নির্মিত হচ্ছে এই পার্ক।

এর মধ্যদিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। মঙ্গলবার সোনার বাংলা পার্কের নির্মাণ কাজ উদ্বোধন করেন পঞ্চগড়- ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।  

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরও বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয়রা  উপস্থিত ছিলেন।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৬৪ জেলায় ছোট নদী, খাল এবং জলাশয় খনন প্রকল্পের আওতায় প্রায় ২৯ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড এই পার্ক নির্মাণ কাজের প্রকল্প বাস্তবায়ন করছে। পার্কে ছাতাসহ সিটিং চেয়ার ৪টি, সিটিং বেঞ্চ ১০টি, পাবলিক টয়লেট ২টি, গেট ২টি, হ্যান্ড টিউবওয়েল ২টি, খেলনা ৬টিসহ সৌন্দর্যবর্ধক গাছ ও ফুলের বাগান করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)