ফরিদপুর মুক্ত দিবস পালন

আজ ১৭ ডিসেম্বর ফরিদপুর মুক্ত দিবস। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও আজকের এই দিনে পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় সার্কিট হাউজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেশন ফোর্সেস (বিএলএফ) এর তৎকালীন ফরিদপুর জেলা কমান্ডার শাহ মোহাম্মদ আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, বিএলএফ এর সদর মহকুমার প্রধান কবিরুল আলম মাও, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ।  

পরে সার্কেট হাউজে পতাকা উত্তোলন করেন সমবেত মুক্তিযোদ্ধারা। পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থিত গণকবরে গিয়ে শেষ হয়। পরে গণকবরে ফুলদিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত মুক্তিযোদ্ধারা। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল