ফরিদপুরে নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

"খাদ্য নিরাপত্তা ও দরিদ্র বিমোচনে খাসজমি-জলাসয় গ্রামীন নারীর অধিকার" এ শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ মঙ্গবার দুপুরে সদর উপজেলার অম্বিকাপুরের স্বজন রায়ের ডাঙ্গী এ আলোচনা সভায় বিএফএফ’র চেয়ারম্যান মো. শহিদুল্ল্যাহর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়েল উপ-পরিচালক মীনাক্ষী বিশ্বাস, জেলা মহিলা বিয়ষক কর্মকর্তা মাশউদা হোসেন, এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম, বিএফএফ’র নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্ল্যাষ্ট ফরিদপুর সমন্বয়ক এ্যাড. শিস্প্রা গোস্বামী, সম্মিলিত সাংকৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজী কবির খোকন, এনজিও ব্যক্তিত্ব মো. হাফিজ মন্ডল প্রমূখ।  

এর আগে স্থানীয় গ্রামীন নারী কৃষনীদের কথা শোনেন উপস্থিত সরকারি-বেসরকারি ও এনজিও কর্মকর্তারা। এ সময় নারী কৃষানীদের মধ্যে কথা বলেন জুলেখা বেগম, মনোয়ারা বেগম, রেহেনা বেগম এবং রওশনারা বেগম।  

পরে অতিথিরা নারী কৃষানীদের উৎপাদিত বিষমুক্ত শাক-সবজি ঘুরে দেখেন। নারী দিবসের এ আলোচনা সভায় সদর উপজেলা কয়েকশ নারী কৃষানী উপস্থিত ছিলেন। এ সময় নারী কৃষানীদের মাঝে সুদমক্তি ঋণ প্রদান করা হয়।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল