চলন্তিকা বস্তিতে আগুন নেভাতে পানি সংকট 

মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে আগুন নেভাতে গিয়ে পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। পানি সংকটে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হচ্ছে তাদের।

বহুতল ভবনের রিজার্ভ ট্যাঙ্কিতে পানির পাইপ লাগিয়ে মেশিনের সাহায্যে পানি অগ্নিকাণ্ডস্থলে পৌঁছানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে বস্তিতে টিনের অনেকগুলো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়েছে। এতে বিদ্যুৎস্পর্শে দু'জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা আহাজারি করছেন। চলন্তিকার মোড়ের সবকটি রাস্তায় সাধারণ যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্তিতে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিলপাড়ের বস্তির চারদিকে বহুতল ভবন থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ ছাড়া বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তাও নেই।

এ দিকে বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে ভবনের বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি করছেন।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)