মাদারীপুরে অগ্নিকাণ্ডে এক নারী নিহত, তিনটি ঘর ভস্মীভূত

ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদারীপুরের শিবচরে বৃদ্ধা এক নারী নিহত হয়েছে।  মূমুর্ষ অবস্থায় আরও এক নারীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত হয়ে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, শনিবার দুপুরে জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদিরমুন্সীকান্দি গ্রামের কৃষক কাদির শেখের বাড়িতে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে বাড়িতে থাকা করিমন বেগম (৬৫)ও ভাতিজা কুনসুম বেগম (৩৫) আগুন নেভানোর চেষ্টা করলে তারা নিজেরাই মারাত্মক অগ্নিদগ্ধ হয়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় দুই জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক করিমনকে মৃত ঘোষণা করেন।  

আর কুনসুমকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে তিনটি ঘর ও দুইটি গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয়ে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত করিমন বিবি একই ইউনিয়নের কাচাই মুন্সীর কান্দি গ্রামের মৃত আনেছ ঢালীর স্ত্রী।  

এসআই মোঃ মাজাহার হোসেন ও এএসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবচর থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে রান্না ঘর আগুনের সুত্রপাত। মৃতদেহ বাড়িতেই রয়েছে। মুমূর্ষু অবস্থায় কুনসুমকে ঢাকায় পাঠানো হয়েছে।  

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)