সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় আটক ১

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় প্রধান আসামি ড্রাইভারকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জগদল বাজার থেকে তাকে আটক করে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের  ২৬ অক্টোবর রাতে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল বাজারে বাস ও বৈদ্যুতিক খুটি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে ১১জন নিহত হয়। এ ঘটনায় বাসের ড্রাইভার মামুনুর রশিদ মামুন (১৯) এবং ট্রাকের ড্রাইভার রাজিবকে (৩৪) আসামি করে মামলা করে পুলিশ।  

মামুন পঞ্চগড় সদর উপজেলার বোদাপাড়া এলাকার দুলালের ছেলে। রাজিবের বাড়ি খুলনায়। সে পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার ওসি এনামুল হকের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম মামুনকে আটক করে। আটক মামুন ভাই-বোন এন্টার প্রাইজ নামে ওই বাসের ড্রাইভার ছিল।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মামুনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুঘর্টনার পরপরই বাস ড্রাইভার মামুন ও ট্রাক ড্রাইভার রাজিব পালিয়ে যায়। ঘটনার পর ২৮ অক্টোবর তাদের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়। মামুনকে আটক করা হয়েছে।  

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)