দ্রুত মাইগ্রেশন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা আইচি মেডিকেল শিক্ষার্থীদের 

বিএমডিসির নিবন্ধন না থাকায় আইচি মেডিকেল কলেজের অন্তত দেড় শতাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তা পড়েছে। বিভিন্ন ব্যাচে পড়ুয়া এই মেডিকেলের শিক্ষার্থীরা দ্রুত মাইগ্রেশন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানায়, আব্দুল্লাহপুর এলাকায় অবস্থিত বেসরকারি আইচি মেডিকেল কলেজ শর্ত পূরণে ব্যর্থ হওয়ার ২০১৭-১৮ সালে শিক্ষাবর্ষে ভর্তি স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে হাইকোর্টে স্থগিত আদেশ চ্যালেঞ্জ করে রিট করে পুনারয় পরবর্তী বর্ষ থেকে ভর্তি শুরু করে। কিন্তু বিএমডিসি থেকে নিবন্ধন পেতে ব্যর্থ হয় অনিয়ম-দুর্নীতি জড়িয়ে পড়া আইচি মেডিকেল।

শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা থাকায় এসব শিক্ষার্থী বলেন, বারবার দাবির প্রেক্ষিতে মাইগ্রেশন দিতে কলেজ কর্তৃপক্ষ রাজি হলেও মন্ত্রণালয়ে নথিপত্র সরবরাহে কালক্ষেপণ করছে।

news24bd.tv/TR