ভারতে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড, উধাও আরজি কর শুনানির ভিডিও

ভারতে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একাধিক গণমাধ্যম। এরপর থেকে ওই চ্যানেলের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পত্রিকাটি।

প্রতিবেদনে বলা হয়, ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছে আরজি কর মামলার শুনানির যাবতীয় ভিডিও। সেই চ্যানেলে বর্তমানে আমেরিকার রিপল ল্যাবস নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনের ভিডিও আসছে।

সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে বিচার সংক্রান্ত ভিডিওর বদলে অন্য ধরণের ভিডিও দেখা যাচ্ছে। কখনও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ভিডিও দেখা যাচ্ছে, কেউ আবার ইউটিউব পেজে ক্লিক করতেই অন্য কোনও ইউটিউব চ্যানেলে পৌঁছে যাচ্ছেন। কেউ আবার সার্চ করেও সুপ্রিম কোর্টের চ্যানেলটিই খুঁজে পাচ্ছেন না।

হ্যাক্‌ড হওয়া চ্যানেলে ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি’স ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ শীর্ষক একটি ভিডিও দেখা যাচ্ছে। শীর্ষ আদালতের এই চ্যানেলে ছিল আরজি করসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি।

news24bd.tv/DHL