ইসরায়েলকে ইরানের হোসেইন সালামির হুঁশিয়ারি 

লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের মাধ্যমে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ‘বিপর্যয়কর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হোসেইন সালামি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চিঠি পাঠান তিনি। এতে বিপ্লবী গার্ডের কমান্ডার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব শিগগিরই কঠোর জবাব পাবে ইসরায়েল।

চিঠিতে হোসেইন সালামি বলেছেন, “পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে লেবানের নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন কিছু পাবে না। ”

তিনি আরও বলেছেন, “এই ধরনের সন্ত্রাসী হামলা নিসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ। যারা হতাশা ও ধারাবাহিক ব্যর্থতা থেকে এটি করেছে। ”

লেবাননের কর্তৃপক্ষের মতে, হিজবুল্লাহ সদস্য ও বেসামরিক নাগরিকসহ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ও বুধবারের বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৩,১০০ জনেরও বেশি আহত হয়েছে।

news24bd.tv/এসএম