ভোলায় ৫ টিসিএফ গ্যাস পাওয়ার খবরটি বিভ্রান্তিকর: জ্বালানি উপদেষ্টা

ভোলায় ৫ টিসিএফ গ্যাস রয়েছে বলে যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি বিভ্রান্তিকর বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, ভোলায় ৫ টিসিএফ গ্যাস রয়েছে এটা সত্যি হলে দেশে গ্যাসের সমস্যা থাকতো না। গণমাধ্যমে যে তথ্য আসছে সেটা বিভ্রান্তিকর। সঠিক তথ্য জেনে রিপোর্ট করলে ভালো হয়।

বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, দেশে আরও ১০০টি গ্যাসের কূপ খননের চেষ্টা চলছে। এগুলো থেকে গ্যাস পাওয়া গেলে দেশে গ্যাসের সমস্যা থাকবে না।

তিনি বলেন, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া গ্যাস খাতে কেউ কাজ পাবে না। একইসাথে ভবিষ্যতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি, বিদ্যুৎ খাতে কোনো পরিকল্পনা গ্রহণ করা হবে না।

উপদেষ্টা আরও বলেন, বিদ্যুতের যে সমস্যা ছিল কয়েকদিন সেটা এখন কাটিয়ে উঠেছি। অতিরিক্ত গরম এবং গ্যাস সংকটের কারণে মাঝখানে কিছুদিন সমস্যা ছিল। এখন আর লোডশেডিং হবে না।

এদিকে, ভোলায় গ্যাস পাওয়ার বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর তামিম বলেছেন, ভোলায় এখন পর্যন্ত গ্যাসের মজুদ ২ টিসিএফ। এর বাইরে গণমাধ্যমে ৫ টিসিএফ মজুদের যে তথ্য বের হয়েছে তা সত্যি নয়।

news24bd.tv/FA