৬ লাখ টন চাল-গম আমদানির অনুমোদন

দুই লাখ টন চাল ও চার লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এই দুই প্রস্তাব পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে। দুই উৎস থেকে সার কেনার ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩২৭ দশমিক আট তিন মার্কিন ডলার।  

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।  

আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ৩টি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন পেয়েছে দুটি। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরব থেকে প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। একই অর্থবছরের হিসাবে একই পরিমাণ সার কেনা হচ্ছে কাতার থেকেও। দ্বিতীয় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। news24bd.tv/আইএএম