রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক নিষিদ্ধ 

বেশ কয়েকটি রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ককে নিষিদ্ধ করছে মেটা। মেটা হচ্ছে ফেসবুকের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডের মালিক। দুই বছর আগে মেটা রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়ার বিস্তারকে সীমিত করার লক্ষ্যে সীমিত আকারে কিছু ব্যবস্থা নিয়েছিল। মেটা জানায়, ‘সতর্কতা অবলম্বনের বিষয় বিবেচনার পরে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া আউটলেটগুলোর বিরুদ্ধে নেওয়া আমাদের চলমান পদক্ষেপের পরিসর আরো বাড়ানো হয়েছে। বিদেশি হস্তক্ষেপ ও কার্যকলাপের অভিযোগে রসিয়া সেগোদনিয়া, আরটি এবং অন্যান্য সম্পর্কিত সংস্থাগুলোর বিশ্বব্যাপী আমাদের অ্যাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে। ’  আগামী কয়েক দিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv/ডিডি