নিজের পছন্দের দেশ ভারতে চলে গেছেন শেখ হাসিনা: জামায়াতের আমীর

জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এ দেশের শহীদদের আমরা দলীয়করণ করতে চাই না। তারা মজলুম ও জাতীয় বীর। ’ 

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত এবং আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা জাতির কপালে কালিমা দিতে চেয়েছিল, কিন্তু সেই কালিমা নিজের কপালেই লেগেছে। তাই তিনি বাধ্য হয়ে নিজের পছন্দের দেশ ভারতে চলে গেছেন। ’

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী মচকাবে কিন্তু ভাঙবে না। জামায়াতে ইসলামের সবার ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যাতে কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে। ’

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামের আমীর আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ও ড. মাও. খলিলুর রহমান মাদানী।

news24bd.tv/আইএএম