রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে যথাযথ ভাবগাম্ভীর্য ও জাঁকজমকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।  সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর শিরইল কলোনী থেকে ১২ই রবিউল আওয়াল মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট ও শিরোইল কলোনী বড় জামে মসজিদের উদ্যোগে জশনে জুলুশে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরীর রেলগেট, অলোকার মোড়, গনকপাড়া মোড়, জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে গিয়ে শেষ হয়।

এরপর চাদরপুসি, পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারিভাবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হয়।

news24bd.tv/SC