গাজীপুরে কাজে ফিরেছে শ্রমিকরা, পোশাক খাতে স্বস্তি

শিল্প অধ্যুষিত গাজীপুরে তৈরি পোশাক খাতে স্বস্তি ফিরতে শুরু করেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ রোববার সকাল থেকেই কারখানাগুলোতে দলে দলে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা।

গত কয়েকদিন শ্রমিক অসন্তোষ থাকলেও গতকাল সকাল থেকে কারখানাগুলোতে কাজে ফিরতে দেখা গেছে শ্রমিকদের। অস্থিরতা কাটলেও গাজীপুরে আজও আটটি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া গাজীপুরে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে ও উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

শ্রমিকরা বলেন, তারা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। কারখানায় শান্তিপূর্ণভাবেই কাজ করছেন।

এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে বেশ কয়েকটি কারখানার শ্রমিক।

এদিকে, শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

news24bd.tv/তৌহিদ