আগামীকাল থেকে খোলা থাকবে দেশের সব পোশাক কারখানা: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামীকাল থেকে দেশের সব তৈরি পোশাকশিল্প কারখানা খোলা থাকবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শিল্প উপদেষ্টা।

তিনি বলেন দুষ্কৃতিকারীদের উদ্দেশে বলেন, কোনও কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন, সেটাও মনে রাখা হবে।

এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।

তবে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কিছুটা ভিন্ন কথা বলেন। তিনি বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিবে, তাই আগামীকাল সব পোশাক কারখানা খোলা থাকবে। কিন্তু কোনও কারখানায় অস্থিরতা তৈরি হলে আগামী পরশু দিন থেকে সেই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

news24bd.tv/JP