আবারও এআইবিএসের প্রেসিডেন্ট হলেন আলী রীয়াজ

দ্বিতীয়বারের মতো ‘আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ’ (এআইবিএস)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজ। ২০২৪-২৮ মেয়াদে নির্বাচিত প্যানেলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছেন অধ্যাপক রেবেকা ম্যানরিং।

বাংলাদেশ নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের এমন ২৮টি বিশ্ববিদ্যালয় এআইবিএসর মেম্বার। বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় এআইবিএসের পার্টনার (ভোটার নয়)।   এআইবিএস যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একটি সংঘ যা পেশাগত উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশি পার্টনার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ফ্যাকাল্টি বিনিময়, ফেলোশিপ, গবেষণা কার্যক্রম পরিচালনা ও প্রকাশনা, লেকচারশিপ, সেমিনার ও কনফারেন্স আয়োজনের ব্যবস্থা করে থাকে।  

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এআইবিএসের কার্যক্রম পরিচালনায় স্টেট ডিপার্টমেন্ট ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্ষিক অনুদান প্রদান করে আসছে।

news24bd.tv/SHS