এক সঙ্গে পাঁচ পুত্র সন্তানের জন্ম দিলেন নওগাঁর মেরিনা

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) একসঙ্গে পাঁচটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন মেরিনা খাতুন (২৮) নামে এক প্রসূতি। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিজারের মাধ্যমে জন্ম হয় এই পাঁচ নবজাতকের। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে। মেরিনা খাতুন হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী। আব্দুল মজিদ বর্তমানে মালেয়শিয়ায় অবস্থান করছেন। বছরখানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন। সম্প্রতি তিনি আবার চাকরির সুবাদে মালেয়শিয়াতে পাড়ি জমান।

পাঁচ সন্তান একসঙ্গে জন্ম দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মা মেরিনা খাতুন। তিনি বলেন, ‘এটি আল্লাহর অশেষ রহমত। আমার দুটি মেয়ে ছিল। এবার আমার কোল ভোরে একসঙ্গে পাঁচটি সন্তান হলো ছেলে। যদিও তাদের লালন-পালন করতে আমার কষ্ট হবে। তবু আমি অনেক খুশি। ’

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন জানান, ‘আজ (বুধবার) সকাল ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তার স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। এরপর সেখান থেকে ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা অস্বাভাবিক দেখে তাকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে পাঁচটি নবজাতক বের করা হয়। এ সময় চিকিৎসকরাও অবাক হয়ে যান। ’

রামেকে এই প্রথম পাঁচটি সন্তান একসঙ্গে জন্ম নিল বলেও জানান ওই চিকিৎসক। তিনি জানান, পাঁচটি নবজাতকই সুস্থ আছে।

news24bd.tv/JP