গাজীপুরে শিল্প কারখানায় ফের অস্থিরতা

শিল্পঅধ্যুষিত গাজীপুরে গতকাল থেকে ফের অস্থিরতা শুরু হয়েছে। থামছেই না বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ। একেকদিন এক এক প্রতিষ্ঠানের শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলনে নামছেন। এর মধ্যে পোশাক কারখানা, ফার্মাসিউটিক্যালস, বেভারেজের কর্মরতরাও রয়েছেন।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা নামেন রাস্তায়। গতকাল গাজীপুরের বাংলাবাজার এলাকায় পারটেক্স বেভারেজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিক বন্ধের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৮ দফা দাবি আদায়ে ফের শুরু হয় শ্রমিক অসন্তোষ।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সকালে কারখানায় এসে তারা দেখেন, কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। এরপর থেকেই শ্রমিকরা কারখানার সামনে আন্দোলনে নেমেছে। পরে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

news24bd.tv/SHS