হ্যারিস জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভবনা রয়েছে: ট্রাম্প 

প্রথমবারের মত বিতর্ক মঞ্চে মুখোমুখি হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাংলাদেশ সময়ে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কটির আয়োজন করেছিল এবিসি নিউজ।

ট্রাম্প তার সমাপনী বক্তব্যে বলেছেন, নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিস জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভবনা রয়েছে। তিনি এসময় আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও অবিহিত করেন হ্যারিসকে।  

হ্যারিসের নীতির কটাক্ষ করে ট্রাম্প বলেন, হ্যারিসের নীতিগুলির তালিকার অর্থ কিছুই নয়, কারণ তিনি ইতিমধ্যে প্রায় চার বছর ধরে ক্ষমতায় রয়েছেন এবং সেগুলি সবগুলি সম্পন্ন করতে পারেননি। তিনি বলেন, ভোটারদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে ক্ষমতায় থাকা অবস্থায় কেন সে (কমলা হ্যারিস) এটা করে নি।  

এসময় জাতি হিসেবে আমেরিকানদের ব্যর্থ হিসেবেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, "আমরা একটি ব্যর্থ জাতি। আমরা এমন একটি জাতি যেটি গুরুতর অধঃপতনের মধ্যে রয়েছে। সারা বিশ্বে আমাদের উপহাস করা হচ্ছে। সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম