কটাক্ষের মুখে স্বস্তিকা

এবার পুজোয় মুক্তি পাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'টেক্কা' সিনেমা। সিনেমাটির ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করে কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। কিন্তু কেন?

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে জনগণের উদ্দেশ্যে বার্তা রাখতে গিয়ে বলেন, '১ মাস হল, এবার উৎসবে ফিরুন। ' তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে নেটপাড়া। প্রতিবাদে গর্জে ওঠেন সবাই। বাদ যাননি স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি প্রথম থেকেই আরজি করের নির্যাতিতার দোষীদের শাস্তি চেয়ে লড়ে যাচ্ছেন। এদিন মুখ্যমন্ত্রীর এ হেন কথা তিনি মানতে পারেননি। তাই সকলের মতো একটি ভাইরাল ফটো শেয়ার করেন যেখানে লেখা 'উৎসবে ফিরছি না। ' একই সঙ্গে তিনি এদিন তাঁর আগামী ছবি টেক্কার একটি ছবিও শেয়ার করেন। আর তারপরেই তাঁকে কটাক্ষের শিকার হতে হয়। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মতে তিনি দ্বিচারিতা করছেন। নিজের ছবির ব্যবসা দেখছেন, সেটার প্রচার করছেন এদিকে অন্যদের উৎসবে ফিরতে নিষেধ করছেন।

সামাজিক মাধ্যমে স্বস্তিকার দুটো পোস্টের স্ক্রিনশটসহ শেয়ার দিয়ে একজন লেখেন, 'উৎসবে না ফিরলে স্বস্তিকা, টেক্কা দেখতে যাব কি করে? দুমুখো নীতি নিলে কি করে হবে? বিচার সবাই চায় কিন্তু একদিকে আপনি বলছেন উৎসবে ফিরব না, আবার নিজেই নিজের পুজো রিলিজ - নতুন সিনেমা দেখতে বলছেন। উৎসব বন্ধ থাক দুর্গা পুজো বন্ধ থাক। কিন্তু নিজের সিনেমা দেখতে যেন সবাই যায়। এটা হতে পারে না। '

তিনি আরও লেখেন, 'তাহলে আপনি কি প্রতিবাদ করছিলেন, না নতুন সিনেমার প্রচার করছিলেন? পুজোতে নতুন সিনেমা আসবে, আপনার আর্থিক লাভ হবে, কিন্তু অভয়া কবে বিচার পাবে? অভয়ার বিচার চাই, না মতলব অন্য কিছু? লজ্জা। '

news24bd.tv/TR