বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি

বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বিএনপি সুসম্পর্ক করতে চায়। এ জন্য সমমনা দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লিয়াজোঁ কমিটির সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যুগপৎ আন্দোলনে নীতিমালা নিয়েও কথা বলেছি। ’

বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা জানিয়ে খসরু বলেন, ‘আমাদের ৩১ দফা সংস্কারের বিষয়ে আবারও আলোচনা হয়েছে। রাষ্ট্র সংস্কারের যা যা প্রয়োজন তা করতে হবে।

মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়ায় আগাতে হবে। এ জন্য অন্তর্বর্তী সরকারকে সহায়তার কথা জানান বিএনপির এই নেতা।

আন্দোলনের বিষয়ে খসরু বলেন, ‘বাংলাদেশর মানুষ মিথ্যা মামলার দায়ে জেল খেটেছে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্যই এতো আন্দোলন। সেই গণতান্ত্রিক ব্যবস্থা যতদ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে। ’

news24bd.tv/কেআই