জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বাতিল করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে বিমানবন্দর এলাকাবাসী।

সোমবার দুপুরে বিমানবন্দরের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচারপতি আব্দুস ছাত্তারের সরকারের সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়।

কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে এই নাম পরিবর্তন করে। যা চরম অন্যায় হয়েছে বলে মনে করে দেশবাসী। জোরপূর্বক নাম পরিবর্তনের নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কাছে আগের নাম পুনর্বহালের দাবি জানান তারা।

news24bd.tv/FA