ঝড় তুলছে বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’, কী আছে সিনেমায়?

থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সদ্য মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই সিনেমাটি রেকর্ড গড়েছে। প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘গোট’। ধারণা করা হচ্ছে, চলতি বছরের তামিল সিনেমার মধ্যে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় হিট। কেন না মুক্তির আগেই সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রি থেকে তুলে নিয়েছে ১৬ কোটি রুপি।

এখন আসা যাক, কী আছে বিজয়ের সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’  সিনেমায়? 

গত বছরের মে মাসে বিজয় অভিনীত এই ৬৮তম সিনেমার ঘোষণা আসে। স্বাভাবিকভাবেই বিজয়ের এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেশি। কারণ, মনে করা হচ্ছে পুরোপুরি রাজনীতিতে জড়ানোর আগে এটিই হতে যাচ্ছে অভিনেতার শেষ সিনেমা।

এই সিনেমায় বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে। একটি ইলায়াথালাপতি এবং আরেকটি থালাপতি। একজন ভালো মানুষ, আরেকজন খারাপ। একজনের বয়স কম, আরেকজনের বেশি। ডাবল থালাপতি মানে ডাবল অ্যাকশন। নির্মাতার অসাধারণ নির্মাণের কারণে সিনেমার পর্দা থেকে চোখ সরানোর উপায় ছিল না দর্শকদের।

এই সিনেমায় পারিবারিক আবেগ, অ্যাকশন, হিউমার, ড্রামা, টুইস্ট সবই আছে। আছে দেশ বিদেশ ঘুরে বেরানোর গল্প।

গত ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমা। এতে অভিনয় করেছেন। প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ।

news24bd.tv/TR