ভারতের ‘অবৈধ’ ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে শাহবাগ থেকে শুরু হয় এই লং মার্চ।  

এর আগে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ।  

এ সময় সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করেছে। যতগুলো বাঁধ নির্মাণ করেছে, তা ভেঙে ফেলতে হবে। ’ 

ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ব্যবহার করে পুরো দেশকে আয়নাঘর তৈরি করে রেখেছিল মন্তব্য করে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘স্বাধীন দেশে সবার অধিকার আদায় করে নেওয়ার এখনই সুযোগ৷’ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল জনমত তৈরি করতে এই লং মার্চ করা হচ্ছে বলে জানান তারা।  

সংক্ষিপ্ত মিছিল শেষে বেলা ১১টায় শুরু হয় লংমার্চ। লংমার্চটি কুমিল্লার টাউন হলে জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে৷ পরে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে শিক্ষার্থীরা।

news24bd.tv/আইএএম