লুটের টাকার শূন্যতা পূরণে দরকার ২ লাখ কোটি: গভর্নর

লুটের টাকার শূন্যতা পূরণে দুই লাখ কোটি টাকা দরকার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘লুট হওয়ার ফলে মূলধন যোগান দিতে গেলে কমপক্ষে ২ লাখ কোটি টাকা ছাপতে হবে। উচ্চ মূল্যস্ফীতির ফলে এটা করা যাবে না। তবে দ্রুততম সময়ে ওই ৮ ব্যাংকের লুটেরাদের সম্পদ চিহ্নিত করে বিক্রির মাধ্যমে আমানতের টাকা উদ্ধার করা হবে। ’ 

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।  

গভর্নর বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা ৮ ব্যাংককে আপাতত সীমিত আকারে তারল্য যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। তবে টাকা ছাপিয়ে নয়, বরং শক্তিশালী ব্যাংকগুলো ধার দেবে ধুকতে থাকা ব্যাংককে, গ্যারান্টর হবে কেন্দ্রীয় ব্যাংক। news24bd.tv/আইএএম