পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান

চতুর্থ দিনে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে টাইগার বোলাররা। স্বাগতিকদের ১৭২ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের সামনে ইতিহাস তৈরি করে, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে দরকার ১৮৫ রান।

হাসান মাহমুদ নিয়েছেন পাঁচটি উইকেট। নাহিদ রানা নিয়েছেন ৪টি উইকেট। একটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

এর আগে রাওয়ালপিন্ডিতে আজকের দিনটা ভালোই কাটে বাংলাদেশের। টাইগার বোলারদের বোলিং দাপটে বেশ কাবু হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা।

এর আগে ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। রোববার (১ সেপ্টেম্বর) পাকিস্তান তাদের স্কোরকার্ডে ৯ রান যোগ করতেই দুই উইকেট হারায়।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুই পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানাই নিয়েছেন ৯ উইকেট।

পাকিস্তানের বিপক্ষে হাসান মাহমুদ পাঁচ উইকেট শিকার করে তার ক্যারিয়ারে প্রথমবারের মতো এই গৌরব অর্জন করলেন।  

news24bd.tv/SC