'জামায়াতে ইসলামী সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়'

কারো সঙ্গে বিবাদ নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। শনিবার (৩১ আগষ্ট) নড়াইলে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলনে নেতারা এ অভিমত ব্যক্ত করেন।

শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। নড়াইলের জেলা আমীর অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহ্ফুজুর রহমান, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম লিডার মাওলানা মির্জা আশেক এলাহীসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা জামায়েত ইসলামী প্রতিশোধ প্রতিহিংসা পরায়ন রাজনীতি চর্চা না করলেও ছাত্র জনতার বিজয়কে নস্যাতের যে কোন ষড়যন্ত্র কঠোর হস্তে প্রতিহতের ঘোষনা দিয়ে বলেন, জামায়াতে ইসলামী সবাইকে সঙ্গে নিয়ে হিংসা হানহানিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশের মানুষ আমরা সবাই বাংলাদেশি। তৃনমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো সুদৃড় করার পাশাপাশ দলের পরিধি বাড়ানোর লক্ষে নানা কর্ম পরিকল্পনা নির্ধারণে অয়োজিত এ সম্মেলনে জেলার সকল ইউনিয়ন পৌরসভা জামায়াতের ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারিগণ অংশ নেন।

news24bd.tv/TR