<p>বিনামূল্যে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ</p>

‘দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে সচ্ছল হবে’

চিলমারী এক‌টি অনগ্রসর এলাকা। দা‌রিদ্র্যপী‌ড়িত এই উপ‌জেলায় বসুন্ধরার এমন‌ মহতী উদ্যোগ অসচ্ছল নারীদের আয় বৃদ্ধিতে সহায়ক হ‌বে। বসুন্ধরার মান‌বিক কার্যক্রম এই উপ‌জেলায় আরো বৃ‌দ্ধি কর‌তে পার‌লে এখানকার মানুষ আরো বে‌শি উপকৃত হ‌তো। আমি আশা ক‌রি, সেলাই মে‌শিন পে‌য়ে সু‌বিধা‌ভোগীরা নিজ এবং পরিবারের আর্থিক সচ্ছলতা ফি‌রি‌য়ে আন‌বেন।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ দিন দিন নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে বসুন্ধরা শুভসংঘ। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে নানাভাবে কাজ করে যাচ্ছে দেশসেরা এই সামাজিক সংগঠনটি। অসচ্ছল নারীদের স্বনির্ভর করতে তাঁদের বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ। আত্মনির্ভরশীল হয়ে এই নারীরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন আরো বহুদূর।

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ শেষে এসব নারীর মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হ‌লো, যা অত‌্যন্ত প্রশংসনীয়। এই উপজেলায় ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিই ব্রহ্মপুত্র নদের দখলে। এসব এলাকায়ও বসুন্ধরা কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলে এখানকার মানুষ উপকৃত হবে।

news24bd.tv/আইএএম