মাদকমিশ্রিত আয়ুর্বেদিক সালসা তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২ 

মাদকমিশ্রিত আয়ুর্বেদিক সালসা তৈরি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সালসা জুস এবং সালসা তৈরির কাঁচামাল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়। আজ বুধবার এ অভিযানের সময় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, রাজধানীর গেন্ডারিয়া থানার ৯৮, কেবি রোডস্থ শুভ আজমেরী দাওয়াখানা নামের মাদকমিশ্রিত আয়ুর্বেদিক সালসা তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০৩৩ বোতল (মোট ৪৫০ লিটার) বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক সালসা নামীয় জুস, বিভিন্ন ধরনের মিশ্রণ এবং ১২০ কেজি বিভিন্ন ধরনের সালসা তৈরির কাঁচামাল জব্দ করা হয়। ১৮টি বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয় এবং কারখানাটির কার্যক্রম বন্ধ করা হয়। কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহা স্বাক্ষরিত প্রতিবেদনে প্রেরিত ১৮টি নমুনার মধ্যে ১১টি নমুনায় গাঁজা এবং ৫টি নমুনায় ক্যাফেইনের উপস্থিতি পাওয়া যায়। news24bd.tv/আইএএম