জামায়াত কখনও ক্ষমতায় গেলে গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী কখনও ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, হিংসা ও বিভক্তির রাজনীতির কবর চায় জামায়াত।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা হলে, তৃতীয় পক্ষ দেশ নিয়ে মাতব্বরির সুযোগ নেবে।

তিনি বলেন, আন্দোলনকে ভিন্নখাতে নিতে বিগত সরকার অন্যায়ভাবে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। গণহারে ৫শ জনকে আসামি করা হত্যা মামলা করা কতটুকু যৌক্তিক তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সাংবাদিকরা কলম নিষ্ঠার সাথে চালালে মানুষ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে।

news24bd.tv/FA