বন্যায় ৭ জেলায় মৃত্যু ২৭: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বন্যায় এখনো ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার পানিবন্দি অবস্থায় আছেন।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে বন্যা পরিস্থিতি সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

বন্যায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিহত হয়েছেন কুমিল্লায়, ১০ জন। এছাড়া ফেনীতে ১, চট্টগ্রামে ৫, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৫, ব্রাহ্মণবাড়িয়াতে ১, লক্ষীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। মৌলভীবাজারে নিখোঁজ রয়েছেন দুইজন।

ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, বর্তমানে মোট ৩ হাজার ৮৮৬টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৫ লাখ ৯ হাজার ৭২৮ জন। আশ্রয় পেয়েছে ৩৪ হাজার ৪২১টি পশুও। এছাড়া বন্যাকবলিত ১১ জেলায় ৬২০টি মেডিকেল টিম কাজ করছে।

ফারুক ই আজম আরও বলেন, এখন পর্যন্ত সব জায়গায় ত্রাণ পৌঁছানো গেছে। দুর্গম এলাকায়ও ত্রাণ পৌঁছিয়েছে। ত্রাণ পায়নি এমন কোনো এলাকা নাই। দুর্গম হওয়ার কারণে কিছু এলাকায় ত্রাণ পৌঁছাতে দেরি হয়েছে। তবে সেনাবাহিনীর সহায়তায় সেসব এলাকায়ও এখন ত্রাণ সহায়তার আওতায়।

বন্যা কমে যাওয়ার কারণে কিছু এলাকা ফের প্লাবিত হলেও উপদেষ্টা বলেছেন, সেটাও কমে যাবে। এর ফলে বড় কোনো সমস্যা হবে না।

news24bd.tv/SHS