এই বন্যা প্রাকৃতিক নয়, মানবসৃষ্ট: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এই বন্যা যতটা না প্রাকৃতিক, তার থেকে বেশি মানবসৃষ্ট। তিনি অভিযোগ করে বলেছেন, বাঁধ খুলে দেয়ার আগে সতর্ক করলে ক্ষতি কম হতো। ভারত নিজেদের প্রয়োজনে বাংলাদেশকে ভাসাচ্ছে আবার ডুবাচ্ছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণের পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তারা (ভারত) তাদের বিপদের সময়ে পানি ছেড়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদের শুকিয়ে মারছে। এ জন্যই এটাই মানবসৃষ্ট।  

জাহিদ হোসেন বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বিএনপি। ক্ষমতায় না থাকলেও জনগণের পাশে থাকার কমিটমেন্ট রক্ষায় বন্যার্তদের সহায়তা করে যাচ্ছে বিএনপি। সহায়তার সঠিক হিসাব রাখার পাশাপাশি জনগণের আমানত যথাযথ স্থানে পৌঁছাতে সচেতন রয়েছে জাতীয় ত্রান সংগ্রহ কমিটি।

news24bd.tv/SHS