২৬ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

আজ সোমবার, ২৬ আগস্ট ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  ২৬ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৮তম (অধিবর্ষে ২৩৯তম) দিন। বছর শেষ হতে আরো ১২৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:

 

১৩০৩ - আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন। ১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন। ১৭৮৯ - ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে। ১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়। ১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন। ১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়। ১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে। ১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। ১৯৫৫ - সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘ পথের পাঁচালীর’ মুক্তি লাভ করে। ১৯৭০ - সুদান সরকার সংবাদ পত্র শিল্পকে জাতীয়করণ করে। ২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন। ২০০৬ - দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

জন্ম:

১৬৭৬ - রবার্ট ওয়ালপোল, একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ক। (মৃ.১৭৪৫) ১৭৪৩ - অঁতোয়ান লাভোয়াজিয়ে, ফরাসি রসায়নবিদ এবং জীববিজ্ঞানী। (মৃ.১৭৯৪) ১৭৯৪ - অ্যান্তনি ল্যাভোসিয়ে, ফরাসি রসায়নবিদ ও অক্সিজেন আবিষ্কর্তা। ১৮৬৯ - দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনীকার ও সম্পাদক। ১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট। ১৮৮০ - গিইয়োম আপলিনের, ইতালীয় বংশোদ্ভুত ফরাসি লেখক, কবি, নাট্যকার এবং সমালোচক। (মৃ.১৯১৮) ১৮৮২ - জেমস ফ্রাংক, জার্মান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ.১৯৬৪) ১৮৮৫ - বিখ্যাত ফরাসী লেখক জুলিয়াস রোমেইন্স। ১৯০৪ - ক্রিস্টোফার ইশারউড, একজন ইংরেজ ঔপন্যাসিক। (মৃ. ১৯৮৬) ১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দা মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী। (মৃ.০৫/০৯/১৯৯৭) ১৯১৪ - হুলিও কোর্তাজার, বেলজিয়ান বংশোদ্ভুত আর্জেন্টিনীয় লেখক এবং অনুবাদক। (মৃ. ১৯৮৪) ১৯২০ - ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। (মৃ.০৪/০৩/১৯৮৩) ১৯৪১ - বারবেট শ্রোডার, সুইস চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। ১৯৫১ - এডওয়ার্ড উইটেন, ফিল্ড্‌স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। ১৯৭০ - মেলিসা ম্যাকার্থি, একজন আমেরিকান অভিনেত্রী, কমেডিয়ান, লেখক, ফ্যাশন ডিজাইনার এবং প্রযোজক। ১৯৮০ – ম্যাকোলে কুলকিন, আমেরিকান অভিনেতা। ১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়। ১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার। ১৯৯১ - ডিলান ও'ব্রায়েন, আমেরিকান অভিনেতা।

মৃত্যু:

১৭২৩ - অ্যান্থনি ভন লিউয়েনহুক, একজন ওলন্দাজ বিজ্ঞানী। (জ. ১৬৩২) ১৯১০ - উইলিয়াম জেমস, আমেরিকান মনোবিজ্ঞানী এবং দার্শনিক। (জ. ১৮৪২) ১৯৩৪ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক। (জ.২০/১০/১৮৭১) ১৯৪৫ - ফ্রানৎস ভেরফেল, অস্ট্রিয়ান লেখক ও নাট্যকার। (জ. ১৮৯০) ১৯৪৭ - চার্লস লিন্ডবার্গ, আমেরিকান পাইলট এবং অভিযাত্রী। (জ. ১৯০২) ১৯৬১ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক। (জ.২৯/০৬/১৮৮৩) ১৯৭৮ - শার্ল বোয়ায়ে, ফরাসি-আমেরিকান অভিনেতা, গায়ক এবং প্রযোজক। (জ. ১৮৯৯) ১৯৮২ - সুশোভন সরকার প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক। (জ.১৯/০৮/১৯০০) ১৯৮৭ - গেয়র্ক ভিটিশ, জার্মান রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৮৯৭) ১৯৮৮ - মন্মথ রায়, প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। (জ. ১৮৯৯) ১৯৯৮ - ফ্রেডেরিক রাইনেস, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৮) ২০০৩ - বিমল কর,ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক। (জ.১৯/০৯/১৯২১) ২০০৬ - সুবোধ রায় স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক। (জ.১৯১৫) ২০১৮ - নিল সিমন, আমেরিকান নাট্যকার এবং লেখক। (জ. ১৯২৭) ২০২১ - গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পী। (মৃ.১৯৩৮) ২০২৩ - বব বার্কার, আমেরিকান টেলিভিশন গেম শো হোস্ট। (জ. ১৯২৩)

news24bd.tv/DHL