সৌদি আরবে ভারি বৃষ্টি ও ঝড়ে দুজনের মৃত্যু, নিখোঁজ আরও তিন  

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে ভারি বৃষ্টি ও তীব্র ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। শনিবার মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আসির প্রদেশের একটি রাস্তায় পানির তীব্র স্রোতের কবলে পড়ে কয়েকটি গাড়ি। পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে এক শিশুতে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকেই দুটি মরদেহ উদ্ধার করা হয়।

 এরই মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ ও মেসান অঞ্চল।   দেশটির জাতীয় আবহাওয়া দফতর বলেছে,আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে ভারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

news24bd.tv/TR