বাড়িতেই তৈরি করতে পারেন মশা তাড়ানোর তেল 

মশার উপদ্রব কমবেশি সবাইকে সহ্য করতে হয়। মশা তাড়াতে অনেক পদ্ধতি অনেকে অবলম্বন করেন। কেউ কয়েল ব্যবহায় করেন,কেউ আবার ধূপ জ্বালিয়ে রাখেন। মশা তাড়াতে সুইচবোর্ডে রেপেলেন্ট ‘অয়েল’ জ্বালিয়ে ঘুমোতে যান অনেকে।  

তবে বাইরে গেলে এসব পদ্ধতি সবসময় কাজে লাগানো যায় না। আবার এদের বেশিরভাগই রাসায়নিক নির্ভর হওয়ায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মশা তাড়ানোর জন্য বাড়িতেই বিশেষ ধরণের তেল তৈরি করা যেতে পারে। স্বাস্থ্যের ক্ষতিও এড়ানো সম্ভব এই তেলের মাধ্যমে আবার মশাও তাড়ানো সম্ভব খুব সহজেই।   মশা তাড়ানোর তেল তৈরি করতে কী লাগবে?

উপকরণ:

১ কাপ নারকেল তেল বা অলিভ অয়েল

১০-২০ ফোঁটা ইউক্যালিপটাস অয়েল

১টি কাচের শিশি

পদ্ধতি: প্রথমে কাচের শিশিতে নারকেল তেল ঢেলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে ১০ থেকে ২০ ফোঁটা ইউক্যালিপটাস অয়েল দিতে হবে। চাইলে ইউক্যালিপটাসের বদলে সিট্রানিলা অয়েলও ব্যবহার করা যায়। দু’টি উপকরণ ভাল করে মিশিয়ে নিলেই কাজ শেষ। তবে এই ধরনের এসেনশিয়াল অয়েলের উপাদানগুলি সক্রিয় অবস্থায় থাকে। তাই প্রাকৃতিক উপাদান হলেও সেখান থেকে অ্যালার্জি হওয়ার সম্ভবনা থাকে। তাই ব্যবহারের আগে টেস্ট করে নেওয়া ভালো। সূত্র: আনন্দবাজার

news24bd.tv/এসএম