ফ্লেক্সিলোডের দোকান থেকে ৪৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে একটি ফ্লেক্সিলোডের দোকান থেকে ৪৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়।  

এ সময় দোকানী পৌর এলাকার শ্যাকড়াতলা পাড়ার বাসিন্দা রাশেদ আনোয়ার সটকে পড়ে। মোবাইল ফোনগুলি ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে বড় বাজারের রাশেদের দোকানে অবৈধ পথে ভারত থেকে আনা চোরাচালানী মালামাল মজুদ করা হয়েছে।  

এর সূত্র ধরে বেলা ১১টার দিকে শ্যাকড়াতলা পাড়ার আনোয়ার হোসেনের ছেলে রাশেদ আনোয়ারের দোকানে অভিযান চালানো হয়। এসময় ৪৫টি দামী মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv/কেআই