আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই

দেশ এখন এক দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দেশে ১১টি জেলা ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এক অস্বাভাবিক বন্যায় কবলিত।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ সংবাদ সম্মেলনে দেয়া তথ্য অনুযায়ী, (২৩ আগস্ট) এই জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী; মারা গেছেন ১৩ জন।

মানুষের পাশাপাশি গরু-ছাগল, ভেড়া, হাঁস-মুরগিও ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। দুর্যোগ মন্ত্রণালয়ের আশ্রয় কেন্দ্রগুলোতে এ পর্যন্ত ১৭ হাজার ৮৮২ জন মানুষ ও ৩ হাজার ৪৮৬ গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলে জানা গেছে। তাদেরও উদ্ধার করতে হবে। গ্রামের মানুষের জীবন-জীবিকার সঙ্গে এই প্রাণীগুলোর অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে।

এ অবস্থা ভয়াবহ। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা খুব সক্রিয় আছেন। বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে অনেকেই এগিয়ে আসছেন। কিন্তু যতোই করি না কেন তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

আসুন সবাই এগিয়ে আসি, বন্যার্তদের পাশে দাঁড়াই।

লেখক পরিচিতি: উপদেষ্টা, বর্তমান সরকার

news24bd.tv/SHS