ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ১ দিনের বেতন বন্যার্তদের দিন: উপদেষ্টা আসিফ

দেশের পূর্বাঞ্চলের ১২টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দুর্গত মানুষ চরম বিপর্যয়ের মধ্য দিয়ে দিন পার করছে। এমন অবস্থায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।  

শুক্রবার (২৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীগণ একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। দেশের এই সংকটকাল উত্তরণে সকলে এগিয়ে আসুন। ’ 

এর আগে বৃহস্পতিবার নিজের প্রথম মাসের বেতনের পুরো টাকা বন্যার্তদের সাহায্যের জন্য দেওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ।

news24bd.tv/আইএএম