বন্যার্তদের পাশে ইরফান সাজ্জাদ, দিতে চান হেলিকপ্টারের ভাড়া

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও প্রতিবেশি দেশ ভারত থেকে নেমে আসা ঢলে দেশের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট। ঘরবাড়িতে উঠেছে পানি। এতে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

ভয়াবহ বন্যায় আটকে থাকা অসহায়দের সাহায্যে এগিয়ে আসছেন সাধারণ জনগণ থেকে শুরু করে তারকারাও। বুধবার সামাজিক যোগাযোগমাধমে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।  

তিনি লিখেছেন, 'দক্ষ কোন রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে?? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই। '

পাশাপাশি মন্তব্যের ঘরে দক্ষ রেসকিউ টিম খোঁজ করার কারণও জানান ইরফান সাজ্জাদ। তিনি লেখেন, 'হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এ জন্য দক্ষ টিম প্রয়োজন। '

উল্লেখ্য, হবিগঞ্জ , কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনীসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

news24bd.tv/TR