ম্যাকডোনাল্ডসে কাজ করতেন কমলা হ্যারিস

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক পদপ্রার্থী কমলা হ্যারিস সম্প্রতি এক্স (সাবেক টুইটারে) হ্যান্ডেলে নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরেছেন। মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে প্রাথমিক জীবনে যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কে ধারণা দিয়েছে তিনি।  

তিনি জানান, একটি বাড়ি কেনার জন্য তার মা এক দশকের বেশি সময় ধরে অর্থ সঞ্চয় করেছিলেন।  

কমলা তার শিক্ষাজীবনের সংগ্রামের কথাও বলেন তার পোস্টে। তিনি জানান, কলেজ জীবনে ম্যাকডোনাল্ডসে কাজ করতেন নিজের হাত খরচের টাকা যোগাড়ের জন্য। তিনি আরও উল্লেখ করেন, আমার সঙ্গে এমন অনেকেই কাজ করতেন, যাঁদের ওই বেতনে সংসার চালাতে হতো। ম্যাকডোনাল্ডসে কাজ করা ছিল তাঁদের দ্বিতীয় বা তৃতীয় চাকরি। কেননা, একটা কাজ করে যা আয় হতো, তা দিয়ে সংসার চালানো যেত না।

জীবনের একটা বড় সময় মধ্যবিত্তের জীবনযাপন করেছেন কমলা।  

এ বিষয়গুলোকে নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত করে কমলা বলেন, যখন আমি প্রেসিডেন্ট নির্বাচিত হব তখন সমস্ত আমেরিকানদের খরচ কমানো এবং অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া আমার প্রধান অগ্রাধিকার হবে। কেননা, আমিও জীবনের একটা বড় সময় মধ্যবিত্ত জীবনযাপন করেছি। আমি পরিশ্রমী মানুষদের কষ্ট বুঝি। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া 

news24bd.tv/এসএম